ফুলবাড়িয়ায় পূর্ব বিরোধের জেরে ভাঙা হলো শতবর্ষী জামে মসজিদ

ছবি- সমকাল
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৬ মার্চ ২০২৪ | ১১:২৩ | আপডেট: ১৬ মার্চ ২০২৪ | ১২:৩১
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় প্রকাশ্য দিবালোকে ভেঙে ফেলা হলো একটি শতবর্ষী জামে মসজিদ। শুক্রবার (১৫ মার্চ) জুম্মার নামাজের পর ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সরাতিয়া বড় পুকুরপার জামে মসজিদে এ ঘটনা ঘটে, যার জেরে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, দীর্ঘদিন ধরে গ্রামের একটি গভীর নলকূপ নিয়ে আজিজুল ও ফকির গংদের সাথে একই গ্রামের শওকত গংদের বিরোধ,চলে আসছিলো। এছাড়া জামে মসজিদটি যে জমির ওপর দাঁড়িয়ে আছে, সেটিও নিজেদের বলে দাবি করে শওকত গং। এর জেরে তারা মাসখানেক আগে জামে মসজিদের পাশেই একটি পাঞ্জেগানা মসজিদ নির্মাণ করেন।
শুক্রবার জুম্মার নামাজের পর হঠাৎ করেই শওকত গংদের ৩০-৪০ জন মিলে হাতুড়ি ও অন্যান্য যন্ত্রপাতি দিয়ে জামে মসজিদের ছাদ, বারান্দা ও দেওয়ালে ভাঙচুর শুরু করে। ভীত সন্ত্রস্ত এলাকাবাসী ট্রিপল নাইনে ফোন করলে ঘটনাস্থলে থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় হেলাল উদ্দিন বাদী হয়ে ফুলবাড়িয়া থানায় ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান জানান, এ ঘটনায় শওকত গংসহ ৪ জনকে আটক করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারের জন্য দুটি বিশেষ টিম ওই এলাকায় কাজ করছে।