ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সিসিকের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি

সিসিকের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি

ফাইল ছবি

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৭ মার্চ ২০২৪ | ০৫:২২

সিলেটের বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল কলেজের নামে একাধিকবার ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর এবার সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, সিসিকের নামে নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করে মোবাইল ফোনে অনেকের কাছ থেকে এরই মধ্যে টাকা চাওয়া হচ্ছে। তবে সিসিক জানিয়েছে, বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভুয়া। শনিবার সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর।

গেল নভেম্বরে ওসমানী হাসপাতালের অধীন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চাকরির ভুয়া বিজ্ঞাপন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হয়। এ বিষয়ে ১৫ নভেম্বর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান কোতোয়ালি থানায় জিডি করেন। পরের মাসেও একটি পত্রিকার লোগো ব্যবহার করে ওসমানী হাসপাতালের নামে আরেকটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি অনলাইনে ছড়িয়ে পড়ে। একাধিক পদে লোক নিয়োগের ওই বিজ্ঞপ্তিতে পরিচালকের নাম উল্লেখ করা হলেও স্বাক্ষর ছিল না। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পর কোতোয়ালি থানায় জিডি করা হয়।

এ অবস্থায় গত ফেব্রুয়ারিতে একইভাবে ওসমানী মেডিকেল কলেজের নামে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ছয়টি পদের নাম উল্লেখ করা হয়। তবে এসব ঘটনায় কারা জড়িত, তা উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। এদিকে এসব ঘটনার কোনো কিনারা হতে না হতেই সিলেট সিটি করপোরেশনের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ঘটনা সামনে আসে। একটি জাতীয় পত্রিকার লোগো ব্যবহার করে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রচার করা হচ্ছে বলে তথ্য পাওয়া গেছে। এমনকি মোবাইল ফোনে এসএমএস দিয়ে অনেকের কাছে টাকাও চাইছে একটি চক্র। তবে তাদের কাউকে এখন পর্যান্ত শনাক্ত করা সম্ভব হয়নি।

সিসিকের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর জানান, যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রচার হয়েছে, সেটি সিসিকের নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া বিজ্ঞপ্তিটি ভুয়া। কোনো চক্র সাধারণ মানুষকে বোকা বানিয়ে টাকা হাতিয়ে নেওয়ার পাঁয়তারা করছে।

সাজলু লস্কর জানান, বিজ্ঞপ্তিতে ফাহিমা ইয়াসমিন নামের যে সচিবের নাম ব্যবহার করা হয়েছে, তিনি বর্তমানে সিসিকে নেই। গত বছরের ৩১ ডিসেম্বর তিনি অবসরে চলে গেছেন। সিসিকের ভাবমূর্তি নষ্ট করতে এমন মিথ্যা প্রচার করা হয়েছে। জড়িতদের আইনের আওতায় আনতে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। 

এ ব্যাপারে কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী জানান, ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের ঘটনার তদন্ত চলছে। পুলিশের সাইবার বিভাগ বিষয়টি দেখছে। পাশাপাশি তারাও বিষয়টি তদন্ত করছেন। আগের ঘটনাগুলোরও তদন্ত হচ্ছে বলে তিনি জানান। 

আরও পড়ুন

×