ইফতার পার্টি না করে দরিদ্রের মাঝে ঈদসামগ্রী বিতরণের আহ্বান গণপূর্ত মন্ত্রীর

বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। ছবি: সমকাল
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ১৭ মার্চ ২০২৪ | ১৪:৩২ | আপডেট: ১৭ মার্চ ২০২৪ | ১৪:৪৩
রমজান মাসে ইফতার পার্টি না করে দরিদ্রদের মাঝে ঈদসমগ্রী বিতরণের আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, রমজানে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো ইফতার পার্টি আয়োজন করা হবে না। এসব অর্থ দিয়ে ছিন্নমূল, অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করব।
আজ রোববার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসন ও ড্রিম ফর ডিজএবিলিটি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস পালন করা হয়। এ উপলক্ষে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এ আহ্বান জানান।
ত্রাণসামগ্রী বিতরণের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। অনুষ্ঠানে জেলার বিভিন্ন দপ্তর-সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।