ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ফরিদপুরে হাসপাতাল থেকে বেডশিট চুরির সময় যুবক আটক

ফরিদপুরে হাসপাতাল থেকে বেডশিট চুরির সময় যুবক আটক

ফরিদপুর জেনারেল হাসপাতাল। ছবি-সমকাল

ফরিদপুর অফিস 

প্রকাশ: ১৯ মার্চ ২০২৪ | ০২:৫৬

ফরিদপুর জেনারেল হাসপাতাল থেকে বেডশিট চুরি করার সময় কামরুল ইসলাম (৩৫) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

সোমবার দুপুরে রিকশায় করে চুরি করে নিয়ে যাওয়ার সময় হাসপাতালটির সামনে থেকে বেডশিটসহ ওই যুবককে আটক করা হয়। আটক যুবক জেলার মধুখালী উপজেলার শ্রীরামপুর এলাকার আজিজার শেখের ছেলে। 

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুরে লাল রঙের একটি কাপড়ের ব্যাগে ভর্তি করা হয় জেনারেল হাসপাতালের বেডশিট। পরে একটি রিকশায় করে বেডশিটগুলো নিয়ে যাওয়ার সময় ওই যুবককে আটক করে হাসপাতাল কর্তৃপক্ষ। 

এ বিষয়ে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান বলেন, হাসপাতাল থেকে বেডশিট চুরির পর রিকশায় করে নিয়ে যওয়ার সময় এক ব্যক্তিকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। এছাড়া মালামালগুলো জব্দ করা হয়েছে। 

তিনি বলেন, এ বিষয়ে হাসপাতালের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হবে।

কোতয়ালী থানার এসআই ফাহিম ফয়সাল বলেন, হাসপাতালের লোকজন ওই যুবককে আটক করে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

আরও পড়ুন

×