গাড়িচাপায় ছাত্রদল নেতার মা নিহত

সাবিনা ইয়াসমিন
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ১৯ মার্চ ২০২৪ | ১৭:০৯
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়ার সমিতি বাজারে গাড়িচাপায় সাবিনা ইয়াসমিন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি ছাগলনাইয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইব্রাহিম মিয়াজী নয়নের মা।
নয়ন সমকালকে বলেন, ফেনীতে আত্মীয়ের বাড়িতে পারিবারিক অনুষ্ঠানে যাওয়ার জন্য বাড়ির পাশে মহাসড়কে গাড়ির জন্য মা অপেক্ষা করছিলেন। ঢাকাগামী একটি বাস তাকে চাপা দিলে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাকে মৃত ঘোষণা করেন।
সাবিনা ইয়াসমিন উপজেলার ঘোপাল ইউনিয়নের নিজকুঞ্জরা গ্রামের হাকিম আলী মিয়াজী বাড়ির মো. মোস্তফার স্ত্রী। মৃত্যুকালে তিনি স্বামী ছাড়াও দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মঙ্গলবার তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
নয়নের মায়ের মৃত্যুতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির শোক জানিয়েছেন। ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই শোক জ্ঞাপন করা হয়।
- বিষয় :
- সড়ক দুর্ঘটনা
- সড়ক দুর্ঘটনায় মৃত্যু
- ফেনী