ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

কয়লা আনতে গিয়ে প্রাণ গেল ২ শ্রমিকের

কয়লা আনতে গিয়ে প্রাণ গেল ২ শ্রমিকের

ছবি: সমকাল

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০ মার্চ ২০২৪ | ০৫:৪৮

সুনামগঞ্জের তাহিরপুরে সীমান্ত অতিক্রম করে ভারত থেকে চোরাইপথে কয়লা আনতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সুনামগঞ্জ সদর হাসপাতালে নিহতদের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

স্থানীয়রা জানান, কয়লার গ্যাসে অক্সিজেনের অভাবে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেও এক শ্রমিক আহত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি।

নিহতরা হলেন- উপজেলার শ্রীপুর (উত্তর) ইউনিয়নের সীমান্তবর্তী লাকমা গ্রামের শাহাবুদ্দিনের ছেলে খায়রুল ইসলাম (২৪) এবং একই গ্রামের রমজান আলীর ছেলে মুখলেস মিয়া (২৫)।

স্থানীয়রা জানান, সোমবার রাতে প্রতিদিনের মতো ১০-১২ জনের একটি গ্রুপ ট্যাকেরঘাট সীমান্তের বিজিবি ক্যাম্প ও পুলিশ ফাঁড়ির পেছন দিয়ে সীমান্তের ওপারে কয়লা আনতে যায় তারা। রাত সাড়ে ১০টার দিকে পুরনো একটি কয়লার গর্তে প্রবেশ করলে ৩ শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। এ সময় সঙ্গে থাকা শ্রমিকরা ভেতর থেকে তাদের  বের করে আনলেও অক্সিজেনের অভাবে ২ জন জ্ঞান হারিয়ে ফেলে। মুমূর্ষু অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়।

ওইদিন রাত সাড়ে ১২টার দিকে তাহিরপুর হাসপাতালে পৌঁছালে চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। তারা জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল জানান, কয়লা কুড়াতে কুড়াতে ওই শ্রমিকরা সীমান্ত অতিক্রম করে। এরপর কয়লার কূপে প্রবেশ করার পর কয়লার গ্যাসে অসুস্থ হয়ে পড়ে।

আরও পড়ুন

×