ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

পিকআপের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

পিকআপের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

ছবি- সমকাল

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ২০ মার্চ ২০২৪ | ১৫:২৯

নীলফামারীতে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার সকালে উপজেলা সদরের জোড়দরগা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর নিজ পাড়া এলাকার রিয়াজ উদ্দীনের ছেলে আবু তাহের (৫২) এবং নওগাঁ জেলার খাস নওগাঁ এলাকার আসাদ আলী প্রামানিকের ছেলে নুরে আলম সিদ্দিকী।

এর মধ্যে আবু তাহের জলঢাকা মৎস্য অফিসের অফিস সহককরী এবং নুরে আলম সিদ্দিকী মার্কেন্টাইল ব্যাংকের নীলফামারী শাখায় অফিসার পদে কর্মরত ছিলেন।

প্রতক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সৈয়দপুর থেকে ৪ যাত্রী নিয়ে একটি সিএনজি নীলফামারীর দিকে যাচ্ছিল। সিএনজিটি সৈয়দপুর-নীলফামারী মহাসড়কের জোড়দরগা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজির দুই যাত্রী নিহত হন।

এ ঘটনায় আহত হন আরও ৩ জন। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশগুলো হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত সিএনজিটি থানায় নেওয়া হয়েছে। তবে পিকআপটি শনাক্ত করা যায়নি।

আরও পড়ুন

×