চট্টগ্রামে ৫ লাখ টাকার নকল ওষুধ জব্দ

ছবি- সমকাল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২০ মার্চ ২০২৪ | ২১:৩৯
চট্টগ্রাম নগরের মেহেদীবাগ এলাকার শহীদ মির্জা লেনের নূর ভিলা নামে একটি ভবনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ও অনুমোদনহীন ওষুধ জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত দু’জনকে জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার ঔষধ প্রশাসন অধিদপ্তর ও পুলিশের সহায়তায় কাট্টলী সার্কেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে আহসানুল কবির (৫৬) ও সুলতানা রাজিয়া (৩৫) নামে দু’জনকে গ্রেপ্তার করা হয়। তারা দু’জনই নকল ও ভেজাল ওষুধ বিক্রয় ও বিপণনের সঙ্গে জড়িত থাকার বিষয়টি ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকার করেন। অভিযানে যথাযথ কর্তৃপক্ষের লাইসেন্স ছাড়া এজেন্ট পরিচালনা করা, লাইসেন্স ছাড়া ওষুধ মজুত ও সরবরাহ, নকল ও ভেজাল ওষুধ মজুত, দামের তারতম্যসহ নানা অনিয়মের প্রমাণ পাওয়া যায়। অভিযানে প্রায় ৫ লাখ টাকার নকল ওষুধ জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, লাইসেন্স ছাড়া কোম্পানির এজেন্সি পরিচালনা, নকল ও ভেজাল ওষুধ মজুত ও সরবরাহ এবং আভিযানিক টিমের সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে আহসানুল কবিরকে (৫৬) দেড় লাখ টাকা এবং রাজিয়া সুলতানাকে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আরাফাত সিদ্দিকী জানান, অভিযান শেষে জব্দকৃত নকল ওষুধ জনসমক্ষে ধ্বংস করা হয়েছে। এ ছাড়া এই অবৈধ ওষুধের সম্ভাব্য বিপপণ দোকানগুলোয় আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে।
- বিষয় :
- ওষুধ
- নকল ওষুধ বিক্রি