দুই ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক
লালমনি এক্সপ্রেসের ইঞ্জিন বিকল

ছবি: সমকাল
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ২১ মার্চ ২০২৪ | ০০:১১ | আপডেট: ২১ মার্চ ২০২৪ | ০০:১৪
নাটোর ও ইয়াসিনপুর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
আজ বুধবার রাত ৯টার দিকে নাটোর স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর ইয়াছিনপুর স্টেশনের পাওয়ার আগেই ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে রাত ১১টার দিকে বিকল্প উপায়ে ট্রেনটিকে টেনে নাটোর রেলওয়ে স্টেশনে আনা হয়। এরপর সারা দেশের সঙ্গে ট্রেন যোগাযোগ স্বাভাবিক করা হয়।
নাটোর রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার রেজাউল করিম জানান, আজ বুধবার রাত ৯ টার দিকে লালমনিরহাট থেকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি নাটোর রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিন বিকল হয়ে ইয়াসিনপুর এবং নাটোর স্টেশনের মাঝামাঝি জায়গায় থেমে যায়। এতে করে উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ বিষয়ে জানানো হয়।
স্টেশনমাস্টার রেজাউল করিম জানান, রাত ১১টার দিকে বিকল্প উপায়ে ট্রেনটিকে টেনে নাটোর রেলওয়ে স্টেশনে আনা হয়। এরপর সারা দেশের সঙ্গে ট্রেন যোগাযোগ স্বাভাবিক করা হয়।
- বিষয় :
- রেলস্টেশন