শ্রমিকদের মজুরি বকেয়া, পাটকল চেয়ারম্যানের দণ্ড

কাউছার জামান বাবলা
খুলনা ব্যুরো
প্রকাশ: ২১ মার্চ ২০২৪ | ০৩:৪২
শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ না করা এবং ত্রিপক্ষীয় (সরকার, মালিক ও শ্রমিক) চুক্তি ভঙ্গের মামলায় খুলনায় বন্ধ থাকা বেসরকারি এজাক্স জুট মিলের চেয়ারম্যান কাউছার জামান বাবলাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
গতকাল বুধবার দুপুরে খুলনা বিভাগীয় শ্রম আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা গেছে, জুট মিল মালিক যথাসময়ে শ্রমিকদের মজুরি পরিশোধ না করায় বিভিন্ন সময় বিভাগীয় শ্রম দপ্তরে অভিযোগ করেন শ্রমিকরা। অভিযোগের পরিপ্রেক্ষিতে খুলনা বিভাগীয় শ্রম দপ্তরে ২০১৫ সালের ২১ ডিসেম্বর মালিক-শ্রমিক ও সরকার পক্ষের সমন্বয়ে ত্রিপক্ষীয় সভা হয়। সভায় দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করে মালিক পক্ষ মিল চালু করবেন বলে ত্রিপক্ষীয় চুক্তি হয়। কিন্তু চুক্তি অনুযায়ী পদক্ষেপ না নেওয়ায় ২০১৫ সালে এজাক্স জুট মিলের চেয়ারম্যানের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা করেন বিভাগীয় শ্রম পরিচালক মিজানুর রহমান। বুধবার আদালত রায় ঘোষণাকালে আসামি কাউছার জামান বাবলা পলাতক ছিলেন।
এজাক্স জুট মিল মালিক পক্ষের কাছে শ্রমিকদের প্রায় ১৫ কোটি টাকা মজুরি বকেয়া রয়েছে। পাওনা পরিশোধ ও আসামিকে গ্রেপ্তারের দাবিতে বুধবার বিকেলে মিছিল ও পথসভা হয়।
- বিষয় :
- পাটকল শ্রমিক