ফরিদপুরে শ্রমজীবীদের নিয়ে সমকাল সুহৃদের ইফতারি

ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে শ্রমজীবীদের সঙ্গে ইফতারি। ছবি: সমকাল
ফরিদপুর অফিস
প্রকাশ: ২১ মার্চ ২০২৪ | ০৭:৫৬
শতাধিক শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষদের নিয়ে ইফতারের আয়োজন করে ফরিদপুরের সমকাল সুহৃদ সমাবেশ। ইফতারে সামিল হয় পথশিশুরাও। বুধবার ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে এ ইফতারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমকাল সুহৃদ সমাবেশ ফরিদপুরের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সাধারণ সম্পাদক মহুয়া ইসলাম।
সমকাল সুহৃদ সমাবেশ ফরিদপুরের যুগ্ম সাধারণ সম্পাদক আবরাব নাদিম ইতু জানান, শতাধিক শ্রমজীবী মানুষ রাজেন্দ্র কলেজের মাঠে তাদের ইফতারিতে সামিল হন।
- বিষয় :
- ফরিদপুর
- সমকাল সুহৃদ সমাবেশ
- ইফতার