ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

এবার অরণ্য চিরানের পক্ষে দাঁড়ালেন আদিবাসী নেতারা

এবার অরণ্য চিরানের পক্ষে দাঁড়ালেন আদিবাসী নেতারা

ময়মনসিংহের সচেতন সমাজের ব্যানারে মানববন্ধনে আদিবাসী নেতারা

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ২১ মার্চ ২০২৪ | ২২:০৩

সমাজসেবায় স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত ময়মনসিংহের এনজিওকর্মী অরণ্য চিরানকে ঘিরে বিতর্ক সৃষ্টির পর এবার তাঁর পক্ষে দাঁড়িয়েছেন আদিবাসী নেতারা। পদকের তালিকা থেকে নাম বাতিলের দাবিতে মানববন্ধনের প্রতিবাদে ময়মনসিংহে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। 

ময়মনসিংহের সচেতন সমাজের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে আদিবাসী নেতারা উপস্থিত ছিলেন। ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জন সাংমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন আচিক ওমেন্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি রানী নকরেক, বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি প্যাট্রিক চিসিম, দি আচিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সভাপতি ধীরেন সাংমা, কবি আবু সাইদ কামাল, হানিফ রাজা প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা বলেন, অরণ্য চিরান দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজ করে যাচ্ছেন। এ জন্য তিনি প্রাপ্য সম্মান পেয়েছেন। কিন্তু তিনি প্রচারবিমুখ ছিলেন। তাঁকে সরকার যোগ্য মূল্যায়ন করলেও কিছু দুষ্কৃতিকারী পদকের তালিকা থেকে অরণ্য চিরানের নাম বাতিলের দাবি জানাচ্ছে। এদের অন্যায্য দাবিতে আদিবাসী সম্প্রদায় ক্ষুব্ধ। 

এর আগে গত বুধবার স্বাধীনতা পদকের তালিকা থেকে অরণ্য চিরানের নাম বাতিলের দাবিতে একই জায়গায় মানববন্ধন হয়। ‘ময়মনসিংহের সচেতন সমাজ’-এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে সমাজসেবায় তাঁর কোনো অবদান নেই দাবি করে পুরস্কার বাতিল এবং এটি নিয়ে তদন্তের দাবি জানানো হয়। গত শুক্রবার ২০২৪ সালে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত ১০ জনের নাম ঘোষণা করে সরকার। এতে সমাজসেবা ক্যাটেগরিতে অরণ্য চিরানের নাম রয়েছে। 

আরও পড়ুন

×