প্রকৃতিনির্ভর পানি ব্যবস্থাপনায় গুরুত্ব দিতে হবে: পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ মার্চ ২০২৪ | ০০:২৮ | আপডেট: ২২ মার্চ ২০২৪ | ০০:৩৫
সংকট নিরসনে প্রকৃতিনির্ভর পানি ব্যবস্থাপনায় গুরুত্ব দিতে আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য লবণাক্ততা, খাদ্য সংকট বাড়ছে। এসব সংকট মোকাবিলায় কৃষি, পানি ও পরিবেশ মন্ত্রণালয়কে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পরিবেশগতভাবেই সব সমস্যার সমাধান করতে হবে।
বিশ্ব পানি দিবস উপলক্ষে বৃহস্পতিবার তৃতীয় উপকূলীয় পানি সম্মেলন কমিটির উদ্যোগে আয়োজিত ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খুলনার অ্যাওসেড কার্যালয়ে সম্মেলন কমিটির চেয়ারপারসন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত। প্যানেল আলোচক ছিলেন অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, ডর্প’র উপ-নিবার্হী পরিচালক মোহাম্মদ জোবায়ের হাসান, ব্র্যাকের ক্লাইমেট ব্রিজ ফান্ডের সেক্রেটারিয়েট প্রধান ড. মো. গোলাম রাব্বানী, সিপিআরডির প্রধান নির্বাহী মো. শামসুদ্দোহা ও খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের শিক্ষক ড. মুজিবর রহমান।
ওয়েবিনারে অতিথিরা। ছবি: সমকাল
উপকূলীয় পানি সম্মেলন কমিটির সদস্য সচিব ও অ্যাওসেড নিবার্হী পরিচালক শামীম আরফীনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন- সংসদ সদস্য ড. শাম্মী আক্তার, খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আব্দুল্লাহ, কামাল উদ্দিন আহমেদ, তৌহিদুল ইসলাম, মাধব চন্দ্র দত্ত প্রমুখ।
পানি ও জলবায়ু বিশেষজ্ঞ প্রফেসর ড. আইনুন নিশাত বলেন, পানির বিষয়টি কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই। এরই মধ্যে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও বরগুনার একটি অংশ বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। অথচ এ দেশে পানি ব্যবস্থাপনায় কোনো নিদিষ্ট কর্তৃপক্ষ গড়ে উঠেনি। ষাটের দশকে উপকূলীয় বেড়িবাঁধ তৈরি হলেও তা যুগোপযোগী করা হয়নি।
তিনি আরও বলেন, পানি ব্যবস্থাপনায় বর্তমান আইনকে বাস্তবায়ন করতে হবে। আন্তর্জাতিক অববাহিকাভিত্তিক পানি ব্যবস্থাপনা, ভূ-উপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধি, বৃষ্টি পানি সংরক্ষণ ও মিঠা পানির আধা বৃদ্ধি ছাড়া ভিন্ন কোনো পথ নেই।
- বিষয় :
- সাবের হোসেন চৌধুরী
- খুলনা