ট্রুডোর নামে ভুয়া জন্মসনদ: সেই ইউনিয়নে জন্ম নিবন্ধন কার্যক্রম বন্ধ

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নামে জন্মসনদ
পাবনা অফিস
প্রকাশ: ২২ মার্চ ২০২৪ | ২০:৪২
পাবনার সুজানগরের আহমদপুর ইউনিয়ন পরিষদ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নামে জন্মসনদ ইস্যু করেছে। বিষয়টি নিয়ে চলছে তুলকালাম। শুক্রবার থেকে ইউনিয়নের জন্মনিবন্ধন কার্যক্রম সাময়িক বন্ধ রাখা হয়েছে। তদন্ত কমিটি গঠন ছাড়াও ইউপি চেয়ারম্যান ও সচিবকে শোকজ করা হয়েছে। আর সার্ভার থেকে ট্রুডোর জন্মনিবন্ধন-সংক্রান্ত তথ্য সরিয়ে ফেলা হয়েছে।
জানা গেছে, জন্মনিবন্ধন নিয়ে সারা দেশেই সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। টাকা দিয়েও মাসের পর মাস সনদ পাচ্ছেন না। পেলেও ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগের কর্মচারীদের গাফিলতিতে থাকছে নানা ভুল। এগুলো সংশোধনেও আরেক দফা ভোগান্তি হচ্ছে।
পাবনার সুজানগরের আহমদপুর ইউনিয়নে সম্প্রতি এমনই বড় ধরনের ত্রুটি ধরা পড়েছে। ইউনিয়ন থেকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নামে জন্মনিবন্ধন সনদ ইস্যু করা হয়েছে। গণমাধ্যমের হাতে আসা ওই জন্মসনদে ট্রুডোর বাবা পিয়েরে ট্রুডো ও মায়ের নাম মার্গারেট ট্রুডোই লেখা এবং তারা দু’জনই বাংলাদেশি নাগরিক। ট্রুডোর জন্ম ১৯৭১ সালের ২৫ ডিসেম্বর, নিবন্ধন নম্বর ১৯৭১৭৬১৮৩১৭০৩৫৫০৯।
স্থানীয়রা জানান, গত বছরের শেষদিকে ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া মারা যান। এরপর থেকে আব্দুর রউফ মেম্বার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে আছেন; সচিব আওলাদ হাসান। পরিষদের কম্পিউটার অপারেটর নিলয় হোসেন টাকা নিয়ে জন্মনিবন্ধন দিতেন বলে অভিযোগ রয়েছে। ট্রুডো ইস্যুতে আত্মগোপনে নিলয়। মোবাইলও বন্ধ। ইউপি সচিব আওলাদ হাসান বলেন, ‘সার্ভারের ইউজার-পাসওয়ার্ড আমার কাছে থাকলেও নিলয় কম্পিউটারটি ব্যবহার করত। পাসওয়ার্ড কোনোভাবে জানতে পেরে সে ওটিপি কোড হ্যাক করে এসব করেছে।’
ইউএনও সুখময় সরকার বলেন, ‘এটি হ্যাকের ঘটনা হতে পারে। ভারপ্রাপ্ত ইউপি ও সচিবকে শোকজ করা হয়েছে।’
জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান জানান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সাইফুর রহমানকে প্রধান করে তদন্ত কমিটি করা হয়েছে। প্রতিবেদন দেওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত কমিটির প্রধান জানান, তারা কাজ শুরু করেছেন। ভুয়া সনদটি সার্ভারে সেন্ট্রাল থেকে ব্লক করা হয়েছে। ইউনিয়নের জন্মনিবন্ধন কার্যক্রম সাময়িক বন্ধ রাখা হয়েছে।
আমিনপুর থানার ওসি হারুন অর রশিদ জানান, নিলয় হোসেনকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
- বিষয় :
- জাস্টিন ট্রুডো
- সুজানগর