ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল জেলা আ'লীগের সহ-সভাপতির

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল জেলা আ'লীগের সহ-সভাপতির

রনজিৎ কুমার বাড়ৈ গামা

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ মার্চ ২০২৪ | ০১:২৬

মোটরসাইকেলের ধাক্কায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রনজিৎ কুমার বাড়ৈ গামা নিহত হয়েছেন। শুক্রবার আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নেওয়ার পথে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আনিচুর রহমান রনজিৎ কুমার বাড়ৈ গামার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা জানান, ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরতলীর মান্দারতলা এলাকায় নিজের প্রতিষ্ঠিত শেখ ফজলুল করিম সেলিম ল' কলেজের নির্মাণাধীন ভবনের দেখাশুনা করতে যান রনজিৎ। বিকেল ৫টার দিকে গোপালগঞ্জ শহরের বাসয় ফেরার পথে মান্দারতলায় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। সংকটজনক অবস্থায় তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। রাতে মরদেহটি আড়াই শ’ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। যেহেতু দুর্ঘটনাটি মহাসড়কে তাই হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। তারপরও এ ঘটনায় দোষীদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়েছে।

শনিবার রনজিৎ কুমার বাড়ৈর ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগ, জেলা আইনজীবী সমিতি ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন গোপালগঞ্জ সদর আসনের এমপি শেখ ফজলুল করিম সেলিম এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম শিহাবউদ্দিন আজম সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া জেলা আইনজিবি সমিতের পক্ষ থেকেও গভীর শোক এবং দুঃখ প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

×