চেয়ারম্যান প্রার্থীর হয়ে এমপির ভোট প্রার্থনা!
লালমনিরহাটে জেলা পরিষদের উপনির্বাচন

লালমনিরহাট জেলা পরিষদ - ফাইল ছবি
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ২৩ মার্চ ২০২৪ | ১৭:৩২
লালমনিরহাট জেলা পরিষদ উপনির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন অপর প্রার্থী। শুক্রবার রাতে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে এ বিষয়ে লিখিত দিয়েছেন চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশরাফ হোসেন বাদল।
তার দাবি, সাবেক সংরক্ষিত নারী সংসদ সদস্য সফুরা বেগম রুমি এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি সংসদ সদস্যের মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৭ নভেম্বর অ্যাডভোকেট মতিয়ার রহমানের পদত্যাগে জেলা পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হয়। বর্তমানে তিনি লালমনিরহাট-৩ (সদর) আসনের সংসদ সদস্য। চেয়ারম্যান পদে ৩ এপ্রিল অনুষ্ঠিতব্য ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাডভোকেট সফুরা বেগম রুমি, আশরাফ হোসেন বাদল, নজরুল হক পাটোয়ারী ভোলা ও মমতাজ আলী শান্ত। নির্বাচনে ভোটার সংখ্যা ৬২৪।
নির্বাচন কর্মকর্তা বরাবর দেওয়া অভিযোগে বলা হয়, ২১ মার্চ জেলা পরিষদ কার্যালয় চত্বরের টিনশেড হলরুমে ভোটারদের নিয়ে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেন অ্যাডভোকেট সফুরা বেগম রুমি। সেখানে দেওয়া বক্তব্যে সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান চেয়ারম্যান প্রার্থী সফুরা বেগমের পক্ষে ভোট চান। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়েছে।
তবে সংসদ সদস্য মতিয়ার রহমান সমকালের কাছে ইফতার অনুষ্ঠানে যাওয়ার কথা স্বীকার করেন। তবে তিনি বলেন, ‘সেখানে ভোট বিষয়ে কোনো বক্তব্য রাখি নাই।’
এদিকে ওই অনুষ্ঠানে আচরণবিধি লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেন চেয়ারম্যান প্রার্থী সফুরা বেগম রুমি।
নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা লুৎফুল কবীর সরকার বলেন, তিনি লিখিত অভিযোগ গ্রহণ করেছেন। বিষয়টির ব্যাখ্যা চেয়ে প্রার্থী সফুরা বেগমকে চিঠি দিয়েছেন। তাঁকে ২৫ মার্চের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
- বিষয় :
- উপনির্বাচন
- আচরণবিধি লঙ্ঘন