ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ঝিকরগাছায় বিদ্যালয়-হোটেল-বসতবাড়ির নলকূপে বিষ প্রয়োগ, অল্পের জন্য রক্ষা

ঝিকরগাছায় বিদ্যালয়-হোটেল-বসতবাড়ির নলকূপে বিষ প্রয়োগ, অল্পের জন্য রক্ষা

বিষ মেশানো নলকূপগুলোতে লাল কাপড় বেধে দেওয়া হয়। ছবি: সমকাল

যশোর অফিস 

প্রকাশ: ২৪ মার্চ ২০২৪ | ০৯:১৯ | আপডেট: ২৪ মার্চ ২০২৪ | ১১:০৫

যশোরের ঝিকরগাছায় বিদ্যালয়, হোটেল ও বসতবাড়ির কয়েকটি নলকূপে বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা উপজেলার বোধখানা গ্রামে এ ঘটনা ঘটায়।

এরপর গ্রামবাসীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে ওইসব নলকূপের পানি পান করার আগেই বিষয়টি টের পাওয়ায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন গ্রামবাসী। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সতর্ক করে দেওয়া হয় গ্রামবাসীকে।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন ভুঁইয়া সমকালকে বলেন, টিউবওয়েলে বিষ মেশানোর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত চলছে। দোষীদের শনাক্তসহ তাদের আটকের চেষ্টা চলছে।

জানা গেছে, বোধখানা মাধ্যমিক বিদ্যালয়ের নলকূপ, মনিরুজ্জামানের হোটেলের পানির ট্যাংকি, আরিফুল ইসলামের মুদি দোকান সংলগ্ন নলকূপ, ইমামুল হকের চায়ের দোকানের হাড়ি, চায়ের কেটলি ও বাড়ির নলকূপে, প্রবাসী মিজানুর মোল্লার বাড়ির ছাদে পানির ট্যাংকিতে বিষ প্রয়োগ করা হয়। বিষ মেশানো পানি খেয়ে প্রবাসী মিজানুর রহমানের ১৪ মাস বয়সী শিশু কন্যা মুনিয়া খাতুন অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়।

পুলিশ ও গ্রামবাসী জানায়, শুক্রবার রাতে স্থানীয় এস এম সাঈদের মুদি দোকানের তালা ভেঙ্গে নগদ টাকা ও দোকানের মালামাল চুরি করা হয়। একইসময়ে টিউবওয়েলে বিষ মেশানোর ঘটনা ঘটে।

গ্রামের চা দোকানি ইমামুল হকের স্ত্রী সাবানা বেগম বলেন, সেহরির সময় নলকূপে খাবার পানি নিতে গিয়ে বিষের গন্ধ পাই। বাড়ির সবাইকে বিষয়টি জানাই। পরে পরিবারের লোকজন পানিতে বিষ মেশানো হয়েছে বলে নিশ্চিত হয়। এরপর মসজিদের মাইকের প্রচার করা হয়। দুর্বৃত্তরা তাদেরসহ গ্রামের বিভিন্ন নলকূপ ও পানির ট্যাংকিতে বিষ প্রয়োগ করেছে বলে জানান তিনি। 

বিষ মেশানো পানি খেয়ে অসুস্থ মুনিয়ার মা সাবিনা বেগম বলেন, পানিতে বিষ মেশানো হয়েছে, এটি আমি বুঝতে পারিনি। পরে সেই পানি আমার মেয়েকে পান করাই। এতে মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। তবে বর্তমানে শিশুটি সুস্থ হয়েছে।

এদিকে রমজান মাসে খাবার পানিতে বিষ মেশানোর ঘটনায় এলাকাবাসীর মাঝে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। বিষ মেশানো নলকূপগুলোতে গ্রামবাসীর পক্ষ থেকে লাল কাপড় বেঁধে দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×