ইঞ্জিন বিকল, ফিশিং ট্রলারসহ সমুদ্রে ভাসছিলেন ১২ জেলে

ছবি: সংগৃহীত
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: ২৪ মার্চ ২০২৪ | ১৩:২৯ | আপডেট: ২৪ মার্চ ২০২৪ | ১৩:৪১
ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ভাসতে থাকা একটি ফিশিং ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করা হয়েছে। বঙ্গেপসাগরের সুন্দরবন উপকুল থেকে তাদের শনিবার সন্ধ্যায় উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড পশ্চিম (মোংলা) জোনের মিডিয়া কর্মকর্তা রোববার দুপুরে জানান, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার ১২ জেলে ফিশিং ট্রলারে করে গত ১৫ মার্চ সমুদ্রে মাছ ধরতে যায়। এফবি হানিফ মুন্সি নামে ওই ট্রলারটি জাল ফেলে মাছ আহরণকালে ১৯ মার্চ ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসতে থাকে। এক পর্যায় জেলেরা গভীর সমুদ্রে হারিয়ে যায়। পরিবার ও মালিকপক্ষের সঙ্গে বিছিন্ন হয় তাদের যোগাযোগ। এ অবস্থায় শনিবার বিকেল সাড়ে ৪টায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সাহায্য চায় জেলেদের ফিশিং ট্রলার মাঝি মাসুম মৌলভী। পরে কোস্ট গার্ড দুবলা ও কচিখালী ষ্টেশনের দুটি টহল বোর্ট সমুদ্রে তল্লাশি অভিযান শুরু করে।
এক পর্যায়ে ট্রলার মাঝির মোবাইল নম্বর ট্র্যাকিং করে কোস্ট গার্ড তাদের অবস্থান নিশ্চিত করে। একই সঙ্গে ট্রলারসহ তাদের উদ্ধার করা হয়। উদ্ধার জেলেরা বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে ৭ জনের নাম নিশ্চিত করেছে কোস্ট গার্ড। তারা হলেন- মাঝি মাসুম মৌলভী, আব্দুর রহিম, নিজাম উদ্দিন, হানিফা, আমির, মেহেদী, মোশারফ। উদ্ধার জেলেদের মধ্যে অনেকে অসুস্থ। সুন্দরবনের দুবলার চর ষ্টেশনে কোস্ট গার্ড সদস্যরা তাদের চিকিৎসা দিচ্ছে। অসুস্থ জেলেরা সুস্থ হওয়ার পর সবাইকে নদী পথে তাদের বাড়ি পাঠানোর প্রক্রিয়া চালানো হচ্ছে বলে কোস্টগার্ড কর্মকর্তারা জানান।
- বিষয় :
- জেলে
- কোস্ট গার্ড
- মোংলা