ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

মুন্সীগঞ্জে বোর্ড কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

মুন্সীগঞ্জে বোর্ড কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

ছবি: ভিডিও থেকে নেওয়া

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৪ | ১৪:৪১ | আপডেট: ২৪ মার্চ ২০২৪ | ১৫:৫৭

মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি বোর্ড কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আট ইউনিট।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল কর্মকর্তা তালহা বিন জসীম সাংবাদিকদের জানান, গজারিয়ার জামালদি এলাকায় অবস্থিত কারখানাটি আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় দুপুর ১টা ২২ মিনিটে। আগুন নিয়ন্ত্রণে এখন আটটি ইউনিট কাজ করছে।

গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মল্লিক বলেন, কারখানাটিতে হার্ডবোর্ড জাতীয় বিভিন্ন বোর্ড তৈরি হয়। আগুনের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছি।

আরও পড়ুন

×