ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সোনাগাজীতে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ফের প্রাণহানি

সোনাগাজীতে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ফের প্রাণহানি

সোনাগাজী থানা। ফাইল ছবি

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি

প্রকাশ: ২৪ মার্চ ২০২৪ | ২৩:৪৭

ফেনীর সোনাগাজীতে রোববার কিশোর গ্যাং সদস্যদের ছুরিকাঘাতে একজন খুন হয়েছেন। নিহতের নাম আবির হোসেন ছোটন (২০)। সোনাগাজী উপজেলার বাদাদিয়া ইউনিয়নের মতিগঞ্জের কালা মিয়ার ছেলে। এই ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুই কিশোরকে আটক করেছে। তদন্তের স্বার্থে আটকদের নাম বলেনি পুলিশ। প্রেমঘটিত বিরোধ নিয়ে তর্কাতর্কির জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে।

সোনাগাজী থানার সহকারী উপপরিদর্শক তাপস মজুমদার সমকালকে জানান, রোববার ইফতারের পরে কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য ছোটনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা প্রথমে তাঁকে সোনাগাজী পরে ফেনী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

২৮ ফেব্রুয়ারি সমকালে ‘ফেনীতে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, নেপথ্যে ক্ষমতাধর বড় ভাইয়েরা’ শিরোনামে সংবাদ প্রকাশের ২৪ দিনের মাথায় হত্যার ঘটনা ঘটল। 

আরও পড়ুন

×