কালীগঞ্জে ভবনে আগুন
২১ দিন পর মারা গেলেন শিক্ষিকা

প্রতীকী ছবি
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ২৫ মার্চ ২০২৪ | ১৬:৩৩
ঝিনাইদহের কালীগঞ্জের কৃষি ব্যাংক ভবনের অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধ স্কুলশিক্ষক সোমা ব্যানার্জি ২১ দিন পর মারা গেছেন। রোববার রাত ১০টার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁর মৃত্যু হয়। এর আগে ৩ মার্চ দুর্ঘটনার শিকার হন তিনি।
সোমা ব্যানার্জি উপজেলার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তাঁর স্বামী সুব্রত ব্যানার্জিও স্কুলশিক্ষক। এ দম্পতি কালীগঞ্জ শহরের কৃষি ব্যাংক ভবনের চতুর্থ তলার ফ্ল্যাটে ভাড়া থাকতেন। সুব্রত ব্যানার্জি গতকাল জানান, ৩ মার্চ তাঁর স্ত্রী একাই ছিলেন বাসায়। ওই দিন বিকেলে ভবনটির নিচতলার জেনারেটর রুমে শর্টসার্কিট থেকে আগুন ধরে যায়। প্রাণভয়ে তাড়াহুড়া করে নামার সময় গুরুতর দগ্ধ হন সোমা।
সোমাকে স্বজনরা ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। সেখানে ২১ দিন চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ দুপুরে কালীগঞ্জের কাষ্টভাঙ্গা গ্রামে সোমার মরদেহের সৎকার সম্পন্ন হয়েছে।
- বিষয় :
- ঝিনাইদহ
- আগুনে পুড়ে মৃত্যু
- স্কুল শিক্ষক