ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

১০ টাকা না দেওয়ায় মাদকাসক্ত ছেলের ইটের আঘাতে বাবা নিহত

১০ টাকা না দেওয়ায় মাদকাসক্ত ছেলের ইটের আঘাতে বাবা নিহত

ছবি: সংগৃহীত

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ মার্চ ২০২৪ | ১৬:৩৪ | আপডেট: ২৫ মার্চ ২০২৪ | ১৬:৩৫

যশোরের শার্শায় মাত্র ১০ টাকা না দেওয়ায় মাদকাসক্ত ছেলে জনির ইটের আঘাতের ৯ দিন পর বাবা মহিউদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (২৪ মার্চ) রাতে শার্শা উপজেলার নাভারণ কাজিরবেড় গ্রামে ভাড়াবাড়িতে মারা যান ওই ব্যক্তি।

নিহত মহিউদ্দিন কাজিরবেড় গ্রামে দীর্ঘদিন ভাড়া ছিলেন এবং নাভারণ বালিকা বিদ্যালয়ের সামনে ভাজামুড়ি বিক্রি করতেন।

খবর পেয়ে সোমবার (২৫ মার্চ) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় এবং মাদকাসক্ত ছেলে জনিকে আটক করে।

নিহতের অপর ছেলে জাহিদ বলেন, মাদক কেনার টাকা কম পড়ায় গত ১৭ মার্চ রোববার বাবার কাছে ১০ টাকা টাকা চায় জনি। এ সময় বাবা টাকা দিতে আপত্তি জানালে তাদের ২ জনের মধ্যে বাকবিতণ্ডা বেধে যায়। এ সময় বাবা একটি লাঠি নিয়ে জনিকে ধাওয়া করে। এ সময় জনি দৌঁড়াতে দৌঁড়াতে একটি ইট দিয়ে বাবার (মহিউদ্দীন) মাথায় আঘাত করেন। ইটের আঘাতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে বাবার হাতে থাকা লাঠি দিয়ে সে আবারও মারপিট করে। পরিবারের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রোগির অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। চিকিৎসা শেষে রোববার বাবা বাড়ি আসেন এবং রাতে মারা যান।

শার্শা থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মণ্ডল জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মাদকাসক্ত ছেলে জনিকে আটক করা হয়েছে।

আরও পড়ুন

×