তাড়াশে ট্রাকের চাপায় প্রাণ গেল পথচারীর

প্রতীকী ছবি
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৭ মার্চ ২০২৪ | ১১:০৫ | আপডেট: ২৭ মার্চ ২০২৪ | ১১:৩৩
সিরাজগঞ্জের তাড়াশে দ্রুতগামী একটি ট্রাকের চাপায় রাস্তা মো. সায়েম আলী (১৭) নামের এক কিশোর নিহত হয়েছেন। বুধবার ভোরে ঢাকা-নাটোর মহাসড়কের খালকুলা বাজার এলাকায় জনতা হোটেলের সামনে এ দুর্ঘটনা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম।
নিহত পথচারী মো. সায়েম আলী পাবনা জেলার সাথিয়া উপজেলার সাথিয়া গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে।
হাইওয়ে থানা পুলিশ জানায়, সায়েম আলী রাস্তা পারাপারের সময় ঢাকার দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
হাটিকুমরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওয়াদুদ বলেন, নিহতের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর কার্যক্রম চলছে। পাশাপাশি এ ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
- বিষয় :
- তাড়াশ
- সিরাজগঞ্জ
- পথচারী নিহত
- সড়ক দুর্ঘটনা ২০২৪