১৩ মামলার আসামি ফজা গ্রেপ্তার

ছবি: সমকাল
আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
প্রকাশ: ২৭ মার্চ ২০২৪ | ১৪:৩২
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় একটি ওয়ান শুটারগান, গুলিসহ সজিব হোসেন ওরফে ফজা (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত ২টার দিকে উপজেলার নওদা-বন্ডবিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ফজা উপজেলার নওদা-বন্ডবিল গ্রামের মন্টু মণ্ডলের ছেলে। তার বিরুদ্ধে আলমডাঙ্গাসহ বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও মাদকের ১৩টি মামলা আছে। এ তথ্যটি নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) শেখ গণি মিয়া।
পুলিশ জানায়, সজিব আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ডাকাতি ও চাঁদাবাজির উদ্দেশে ওয়ান শুটারগান ও গুলি তার হেফাজতে ফজা। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
- বিষয় :
- চুয়াডাঙ্গা
- আসামি গ্রেপ্তার