ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

কাপাসিয়ায় গরু চোর সন্দেহে গণপিটুনি, নিহত ২

কাপাসিয়ায় গরু চোর সন্দেহে গণপিটুনি, নিহত ২

প্রতীকী ছবি

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৯ মার্চ ২০২৪ | ১৫:৪৮

গাজীপুরের কাপাসিয়ায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত হয়েছেন দুই ব্যক্তি।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার সিংহশ্রী ইউনিয়নের নামিলা গ্রামের চাঁন মিয়ার বাড়িতে একজন ও একই ইউনিয়নের বড়িবাড়ি গ্রামের ধানক্ষেত অপরজন নিহত হয়। 

নিহতরা হলেন পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার চাকুয়া গ্রামের মৃত মো. মাসুদের ছেলে মো. নাসির (২৫) এবং অপরজন একই থানার পাঁছাহার এলাকার মো. আবু সাইদের ছেলে মো. হৃদয় (২২)।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ২টার দিকে উপজেলার সিংহশ্রী ইউনিয়নের নামিলা গ্রামে মো. মনিরউদ্দিনের ছেলে মো. চান মিয়ার বাড়িতে চারজন লোক উদ্দেশ্যে প্রবেশ করেন। এ সময় চান মিয়া বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে দ্রুত এলাকাবাসী ঘটনাস্থলে এসে একজনকে ধরে ফেলে। গরু চোর সন্দেহে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

একই সময়ে কিছু এলাকাবাসী অন্য একজনকে ধাওয়া করলে পার্শ্ববর্তী বড়িবাড়ি গ্রামের একটি ধানক্ষেতে সে লুকিয়ে পড়ে। পরে উত্তেজিত এলাকাবাসী তাকে খুঁজে বের করে পিটুনি দিলে ঘটনাস্থলেই তারও মৃত্যু হয়।

গণপিটুনি সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার পারভেজ জানান, সম্প্রতি ওই এলাকায় ব্যাপকহারে গরু চুরি বেড়ে যাওয়ায় গ্রামবাসী নিজ নিজ মহল্লায় পাহারা বসিয়েছিল। বৃহস্পতিবার রাতে একজন কৃষকের গরু চুরি করতে কয়েকজন চোর আসেন। গ্রামবাসী গরু চুরির বিষয়টি টের পেয়ে একজোট হয়ে দুইজনকে গণপিটুনি দেয়। এতে নামিলা গ্রামে একজন ও পার্শ্ববর্তী বড়িবাড়ি গ্রামের ধানক্ষেতে আরেকজন নিহত হয়।

কাপাসিয়া থানার ওসি আবু বকর মিয়া জানান, গণপিটুনির পর একজনকে নামিলা ও অপরজনকে বড়িবাড়ি থেকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তাদের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তাদের স্বজনরা লাশ শনাক্ত করেছে।

আরও পড়ুন

×