ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সাজা হওয়ার পর ৮ বছর পালিয়ে ছিলেন প্রধান আসামি

সাজা হওয়ার পর ৮ বছর পালিয়ে ছিলেন প্রধান আসামি

গ্রেপ্তার সজল মিয়া। ছবি: সমকাল

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩০ মার্চ ২০২৪ | ১৫:৪৩ | আপডেট: ৩০ মার্চ ২০২৪ | ১৫:৫২

যাবজ্জীবন সাজা নিয়ে ৮ বছর পালিয়ে থেকে অবশেষে র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন মামলার প্রধান আসামি। শুক্রবার (২৯ মার্চ) রাতে গাজীপুরের ভাওয়াল কলেজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ওই আসামির নাম সজল মিয়া (৪৫)। তিনি কিশোরগঞ্জের কুলিয়ারচরের পলানপুর জালবাড়ি এলাকার বাসিন্দা। 

র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. আশরাফুল কবির জানিয়েছেন, শুক্রবার রাতে গাজীপুরের ভাওয়াল কলেজ এলাকা থেকে সজলকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, ২০০৭ সালে টঙ্গী এলাকায় মো. সফর উদ্দিন নামে এক ব্যক্তির কাছ থেকে সজল ও তারন সহযোগীরা মোবাইল ফোন এবং টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে। ওই বছরের ৩ নভেম্বর টঙ্গী থানায় একটি হত্যা মামলা হয়। ২০১৬ সালে আদালত সজলের বিরুদ্ধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার রায় দেন। এর পর থেকেই সজল নাম-ঠিকানা পরিবর্তন করে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিলেন। একই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অপর আসামি মো. আলমকেও গত ১৮ মার্চ র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা ঢাকা থেকে গ্রেপ্তার করেছে বলে আশরাফুল কবির জানিয়েছেন। সজলকে শনিবার কুলিয়ারচর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান র‌্যাবের কোম্পানি কমান্ডার।

আরও পড়ুন

×