ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

২ কারণে কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: তদন্ত কমিটি

২ কারণে কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: তদন্ত কমিটি

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ৩০ মার্চ ২০২৪ | ২২:৩২

কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুরে বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় নাশকতার প্রমাণ পায়নি তদন্ত কমিটি। তবে দুই কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে মতামত দিয়েছে তারা। একটি হলো– চুরির উদ্দেশ্যে রেললাইনের বিয়ারিং প্লেট খুলে নেওয়া ও অন্যটি রেলসেতুর ত্রুটি। 

দুর্ঘটনার পর রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা মো. শহিদুল ইসলামকে প্রধান করে চার সদস্যের এ কমিটি গঠন করা হয়।

কমিটির প্রধান বলেন, তদন্ত কার্যক্রমের প্রাথমিক কাজ শেষ হয়েছে। দুটি কারণে দুর্ঘটনা ঘটেছে। প্রথমত, রেললাইন থেকে বিয়ারিং প্লেট খুলে ফেলা হয়েছিল। তবে নাশকতার উদ্দেশ্যে এগুলো খুলে ফেলা হয়েছে বলে মনে হয়নি। চুরির উদ্দেশ্যে কয়েক কিশোর তিনটি বিয়ারিং প্লেট খুলে নেয়। অন্য কারণটি হলো– রেলসেতুর অনেক স্লিপার নষ্ট হয়ে গেছে। রক্ষণাবেক্ষণের অভাব কিংবা সংস্কার না করার কারণে এগুলো নষ্ট হয়েছে। ওই রেলসেতু ট্রেনের বগিগুলোর ভার (লোড) নিতে পারেনি। ফলে লাইনচ্যুত হয়েছে।

গত ১৭ মার্চ কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর রেলস্টেশনসংলগ্ন ঢালুয়া ইউনিয়নের তেজের বাজার এলাকায় চট্টগ্রাম থেকে জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়। এতে অন্তত ১৫ জন আহত হন।

এর পরদিন রেলওয়ের এক প্রকৌশলী লাকসাম রেলওয়ে থানায় মামলা করেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৯ মার্চ চার কিশোরকে হেফাজতে নেয় পুলিশ। তাদের গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। 
 

আরও পড়ুন

×