ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

সাফজয়ী খেলোয়াড়দের সম্মাননা

সাফজয়ী খেলোয়াড়দের সম্মাননা

ছবি-সংগৃহীত

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৪ | ০৪:৩৫

সাফ অনূর্ধ্ব-১৯ দলের সর্বোচ্চ গোলদাতা সাগরিকা ও অনূর্ধ্ব-১৬ দলের খেলোয়াড় সুমি, রেশমি আক্তারসহ অনুন্ন মর্মু বিথীদের সংবর্ধনা ও আর্থিক সহায়তা দিয়েছে ঠাকুরগাঁও জেলা প্রশাসন।

সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন এনডিসি আসাদুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ, রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির পরিচালক তাজুল ইসলাম প্রমুখ। পরে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে প্রত্যেককে ৭ হাজার ৫০০ টাকা করে অনুদান দেওয়া হয়। আর্থিক অনুদান পাওয়া চারজনই রাণীশংকৈল উপজেলার রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির খেলোয়াড়।

এর আগে নারী খেলোয়াড়দের নিয়ে এক আলোচনা সভা করেন জেলা প্রশাসক। এ সময় নারী খুদে খেলোয়াড়রা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে জেলা প্রশাসক মাহবুবুর রহমান সমাধানের আশ্বাস দেন।

আলোচনা সভায় অনূর্ধ্ব-১৯ দলের সর্বোচ্চ গোলদাতা সাগরিকা বলেন, জেলা প্রশাসক স্যারের কারণে নিজস্ব নতুন বাড়ি পাচ্ছি। এরই মধ্যে বাড়ির নির্মাণকাজ চলমান রয়েছে। ডিসি স্যার আমাদের জন্য অনেক করেছেন। সে জন্য স্যারকে ধন্যবাদ জানাই।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, নিজের ভালো লাগা একটি প্রতিষ্ঠান রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমি। খুদে খেলোয়াড়রা অনেক পরিশ্রম করে নিজেদের অবস্থান তৈরি করেছে। সামর্থ্য অনুযায়ী তাদের পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও প্রতিষ্ঠানসহ যে কোনো খেলোয়াড়ের জন্য কাজ করে যাব।

আরও পড়ুন

×