ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

‘টাকা দিতে না পারলে বিষ কিনে খাও’

অপমানে গ্রাহকের ‘আত্মহত্যার’ চেষ্টা

‘টাকা দিতে না পারলে বিষ কিনে খাও’

ছবি: সংগৃহীত

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৪ | ০৫:৩৫ | আপডেট: ০৩ এপ্রিল ২০২৪ | ১১:৩৪

নড়াইলের লোহাগড়ায় কিস্তির টাকা না পেয়ে রবিউল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধকে গালাগাল ও মারধরের অভিযোগ উঠেছে ব্র্যাকের এক কর্মীর বিরুদ্ধে। ক্ষোভে-দুঃখে বৃদ্ধ আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। গুরুতর অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় বৃদ্ধের স্ত্রী বাদী হয়ে লোহাগড়া থানায় অভিযোগ দিয়েছেন।

অভিযোগে জানা গেছে, গত রোববার ব্র্যাকের লোহাগড়া ব্রাঞ্চের ম্যানেজার জামিরুল রহমান ও মাঠকর্মী সেলিম হোসেন পার-মল্লিকপুর গ্রামের রবিউল ইসলামকে মশাগুনি এলাকার অফিসে ফোন করে ডেকে নেন। এরপর ঋণগ্রহীতা বৃদ্ধকে কিস্তির টাকার জন্য চাপ দিয়ে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ কথা বলেন।

এক পর্যায়ে রবিউলকে চড়-থাপ্পড় দিয়ে কর্মী সেলিম বলেন, ‘টাকা দিতে না পারলে বিষ কিনে খাও। মরে গেলে আর কিস্তির টাকা দেওয়া লাগবে না।’ অপমান সহ্য করতে না পেরে বৃদ্ধ বাড়িতে গিয়ে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের লোকজন তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে সোমবার বৃদ্ধকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ ঘটনায় সোমবার রাতে তাঁর স্ত্রী রাবেয়া বেগম বাদী হয়ে ব্রাঞ্চের ম্যানেজার জামিরুল ও মাঠকর্মী সেলিমের বিরুদ্ধে অভিযোগ দেন। এ বিষয়ে কথা বলতে মঙ্গলবার সকালে ব্র্যাকের অফিসে গিয়ে ম্যানেজার ও মাঠকর্মীকে পাওয়া যায়নি। ম্যানেজারের মোবাইল ফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।

নড়াইল জেলা ব্র্যাকের সমন্বয়কারী জাহিদুল ইসলামের ভাষ্য, বিষয়টি তদন্ত করে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায় অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে তদন্ত করে আইনত ব্যবস্থা নেওয়া হবে।
 

আরও পড়ুন

×