ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

চোরাই পথে ভারত থেকে আনা ১০১টি মোবাইল ফোন জব্দ, গ্রেপ্তার ১

চোরাই পথে ভারত থেকে আনা ১০১টি মোবাইল ফোন জব্দ, গ্রেপ্তার ১

গ্রেপ্তার মো. পারভেজ মিয়া। ছবি: সমকাল

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৪ | ১৪:২৯

কুমিল্লায় চোরাই পথে ভারত থেকে আসা বিভিন্ন ব্রান্ডের ১০১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ সময় মো. পারভেজ মিয়া (৩০) নামের এক তরুণকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ বুধবার এ ঘটনায় থানায় মামলা হয়েছে। 

এর আগে, মঙ্গলবার রাতে জেলার আদর্শ সদর উপজেলার শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে মোবাইল ফোন জব্দ করা হয়। 

পারভেজ জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার রানীগাছ গ্রামের মো. রুবেল মিয়ার ছেলে। জেলা ডিবির ওসি রাজেস বড়ুয়া সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। 

জেলা ডিবির ওসি জানান, প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ১০১টি নতুন ও পুরনো মোবাইল ফোন পাওয়া যায়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে কোতোয়ালি মডেল থানায় মামলা করে আজ দুপুরে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন

×