ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

দাম বেশি তবু নায়রা-গায়রা-আলিয়াকাটেই মজে ক্রেতারা 

রাজশাহীর ঈদ বাজার

দাম বেশি তবু নায়রা-গায়রা-আলিয়াকাটেই মজে ক্রেতারা 

ছবি- শরিফুল ইসলাম তোতা/সমকাল

রাজশাহী ব্যুরো 

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৪ | ২১:২৫

নায়রা, গায়রা, সারারা, আলিয়াকাট, লেহেঙ্গা, গ্রাউনসহ বাহারি নামের ভারতীয় পোশাকে এখন সয়লাব রাজশাহীর ঈদ বাজার। বিক্রেতারা বলছেন, দেশীয় পোশাকের দাম কম হলেও ক্রেতারা চড়া দামেই এসব ভারতীয় পোশাক কিনছেন। তবে দেশীয় ব্র্যান্ডগুলোর পোশাকও চলছে ভালোই। 

বুধবার রাজশাহীর আরডিএ মার্কেট ও কাপড়পট্টি ঘুরে দেখা যায়, ঈদের বাজার জমে উঠেছে। ক্রেতারা ঘুরে ঘুরে নিজেদের পছন্দমতো পোশাক কিনছেন।

ব্যবসায়ীরা জানান, মেয়েদের পোশাকে ভারতীয় পণ্যের চাহিদা সবচেয়ে বেশি। মেয়েদের পোশাকের বাজারে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে আলিয়াকাট, নায়রা, সারারা ও গারারা। এ জামাগুলো দেড় হাজার থেকে ১ লাখ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। ভারতীয় এ পোশাকগুলো তারা এনেছেন ঢাকা থেকে। তবে কেউ কেউ সরাসরি ভারত থেকে আমদানি করার কথাও জানান।

আরডিএ মার্কেটের তৃতীয় তলার নিহা ফ্যাশনের কর্মচারী মো. সুমন বলেন, ‘আমাদের সমস্ত মাল ইন্ডিয়ান। বাংলাদেশি কোনো পোশাক পাওয়া গেলে ১ লাখ টাকা পুরস্কার দেব।’

কীভাবে এত ভারতীয় মালপত্র এলো জানতে চাইলে সুমন দাবি করেন, তাদের মালিক ভারত থেকে বিমানে এসব পোশাক নিয়ে আসেন।

ভিন্ন চিত্র লক্ষ্য করা গেছে শাড়ির বাজারে। রাজশাহীর সবচেয়ে বড় শাড়ির বাজার সাহেব বাজারের কাপড়পট্টি। এ বাজার ঘুরে দেখা যায়, দেশীয় শাড়ির চাহিদা সবচেয়ে বেশি। সুতি শাড়ি, টাঙ্গাইল শাড়ি, হাফ সিল্ক ও সিল্ক শাড়ির চাহিদা সবচেয়ে বেশি। এসব শাড়ি ৬০০ থেকে ৮ হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এ ছাড়া বাজারে ভারতীয় কাতান শাড়িরও কিছুটা চাহিদা রয়েছে। এ শাড়িগুলো ২ থেকে ৪ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। 

কাপড়পট্টির জমির উদ্দিন সন্সের বিক্রয়কর্মী হাবিব বলেন, দেশীয় শাড়ির চাহিদা সব সময়ই বেশি থাকে। এবার অন্যান্য বারের তুলনায় কম বেচাকেনা হচ্ছে। এবার ৮০০ থেকে ২ হাজার টাকার মধ্যে যেসব শাড়ি রয়েছে, সেগুলো বেশি বিক্রি হচ্ছে। বেশি দামি শাড়ির চাহিদা কম। 

আরডিএ মার্কেটে ছোটদের কাপড় বিক্রি করা মডার্ন গার্মেন্টের বিক্রয়কর্মী মো. তুহিন বলেন, বেচাকেনা ভালোই হচ্ছে। তবে কিছুদিন আগে আরও ভালো ছিল। ক্রেতারা ভালো কাপড় খোঁজেন। এ কারণে তারা ভারতীয় কাপড়ের দিকে বেশি ঝুঁকছেন। তবে আমাদের দেশীয় কাপড়ের মানও অনেক ভালো।

ছেলেদের পোশাকের বাজারে কটি সেটের চাহিদা বেশি। বাজারে দেশীয় কটি সেটের দাম হাজার টাকা থেকে ও ভারতীয় কটি সেটের দাম ১ হাজার ৫০০ টাকা থেকে শুরু। দোকানিরা বলছেন, ভারতীয় কটি সেটের চাহিদা তুলনামূলক বেশি।

এ ছাড়া পাঞ্জাবির বাজারে ভারতীয় পাঞ্জাবির দিকেই বেশি ঝুঁকছেন ক্রেতারা। এসব পাঞ্জাবির দাম ২ হাজার টাকা থেকে শুরু। এ ছাড়া শার্ট, প্যান্ট ও গেঞ্জির জন্য মানুষ দেশীয় পণ্যের ওপর বেশি আস্থা রাখছেন।

আরও পড়ুন

×