আখাউড়া স্থলবন্দর
ব্যাগে ছিল মদের বোতল, ভারতীয় তরুণীকে জোর করে পান করানোর চেষ্টা

ফাইল ছবি
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৪ | ০৬:৩২ | আপডেট: ০৪ এপ্রিল ২০২৪ | ১২:৩০
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ভারত থেকে আসা এক তরুণীকে জোর করে মদ পান কারোর অভিযোগ উঠেছে। বুধবার দুপুর দেড়টার দিকে স্থলবন্দরের কাস্টমসের ব্যাগেজ স্ক্যানিং কক্ষে এ ঘটনা ঘটে।
অভিযোগকারী যাত্রীর নাম ঐশি সাহা। তার বাড়ি ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার জোগেন্দ্র এলাকায়।
ভুক্তভোগী ও স্থলবন্দর সূত্রে জানা গেছে, দুপুরে আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসেন আগরতলার জোগেন্দ্রনগর এলাকার সঞ্জিত সাহা, তার বোন ঐশি সাহা ও তাদের আরেক আত্মীয়। এ সময় ব্যাগেজ স্ক্যানিংয়ের সময় তাদের ব্যাগে একটি মদের বোতল পাওয়া যায়। মদের বোতলটি ছাড়িয়ে নিতে এক হাজার টাকা ঘুষ দাবি করেন কাস্টমস সদস্য মো. রুবেল। যদিও, প্রত্যেক বিদেশি যাত্রী একটি করে মদের বোতল আনতে পারবে- এমন নিয়মের কথা বলার পর রুবেল ক্ষিপ্ত হয়ে উঠেন। এরই মধ্যে রুবেল বলতে থাকেন যে- ওই যাত্রীরা মাদক ব্যবসায়ী। আর ব্যবসায়ী না হলে এখনই মদ পান করতে হবে। পরে উত্তেজিত রুবেল মদের বোতল ভেঙে পানিতে মিশিয়ে তা ঐশিকে পান করতে বলেন। এমনকি ভুক্তভোগীর ভাই সঞ্জিতের কাছেও মদের গ্লাস নিয়ে যান রুবেল। তখন ভারতীয় ওই যাত্রীদেরকে নানারকম ভয়ভীতি দেখানো হয়। খবর পেয়ে ওই যাত্রীদের পরিচিতরা ঘটনাস্থলে ছুটে যান।
ভুক্তভোগী সঞ্জিত সাহা জানান, নিয়ম মেনেই তিনি এক বোতল মদ সঙ্গে এনেছেন। কিন্তু কাস্টমসের লোকজন এটা নিতে হলে টাকা দাবি করেন। রাজি না হওয়ায় তার বোনকে জোর করে মদ পান করানোর চেষ্টা করে।
ঐশি সাহা বলেন, ‘আমি বলেছি আমার বয়স ১৮ পার হয়েছে। মদ পান করতে হলে বাসায় করব। আপনাদের সামনে কেন করতে হবে? তবুও জোর করে তা পান করানোর চেষ্টা করা হয়।’
এ বিষয়ে জানতে চাইলে আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা আব্দুল কাইয়ুম তালুকদার বলেন, এটা ভুল বুঝাবুঝি ছিল। দায়িত্বে যিনি ছিলেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- আখাউড়া স্থলবন্দর
- ভারত
- কাস্টমস হাউস