ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে হামলার ঘটনায় পুলিশ হেফাজতে ১১

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে হামলার ঘটনায় পুলিশ হেফাজতে ১১

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড আপস) রাসেলুর রহমান। ছবি-সমকাল

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৪ | ১৪:৫৫ | আপডেট: ০৪ এপ্রিল ২০২৪ | ১৫:১৫

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে হামলার ঘটনায় ১১ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার ভোর থেকে সকাল পর্যন্ত বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশের বিভিন্ন এলাকা থেকে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড আপস) রাসেলুর রহমান।

তিনি বলেন, বুধবার রাতে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের মেটারিয়াল ইয়ার্ড এর ৩নং টাওয়ারের পাশ থেকে একটি দল চুরির উদ্দেশ্যে প্রবেশ করে নিরাপত্তা রক্ষীদের ওপর হামলা চালায়। ঘটনার খবর পেয়ে বিদ্যুৎ কেন্দ্রে নিয়োজিত আনসার ব্যাটালিয়ন সদস্যরা চোরদের ধাওয়া করে। এসময় চক্রের সদস্যরা আনসারদের ওপর হামলা করলে নিরাপত্তার স্বার্থে আনসার সদস্যরা ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় চক্রের সদস্যরা পালিয়ে যায়। চক্রটির হামলায় সেন্ট্রি সিকিউরিটি সুপারভাইজার আকরাম, সাইদুল ইসলাম, মিন্টু বৈরাগী, ব্রজেন মণ্ডল ও আনসার সদস্য কামাল পাশা আহত হন। 

রাসেলুর রহমান বলেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি কোন ডাকাতির ঘটনা নয়। চক্রের সদস্যরা মূলত বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন মালামাল চুরি করতে এসেছিল। ঘটনার পর বিদ্যুৎ কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

×