অগ্রণী ব্যাংক থেকে ২ লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

ফাইল ছবি
ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৪ | ১৫:৪৪
কুষ্টিয়ার ভেড়ামারায় অগ্রণী ব্যাংকের গোলাপনগর শাখা থেকে প্রায় ২ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। এ ঘটনায় চক্রের ৩ সদস্যকে আটক করা হয়। তবে বাকি ২ জন টাকা নিয়ে পালিয়ে যায়।
বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় প্রতারক চক্রটি দুটি নকল ভাউচারের মাধ্যমে ১ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা ব্যাংক থেকে উঠিয়ে নিয়ে যায়।
আটক ৩ জন হলেন- মো. মামুন শেখ, কেরামত খান, মো. সাইমন। তারা সবাই মাদারীপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে।
অগ্রণী ব্যাংকের গোলাপনগর শাখার ব্যবস্থাপক ইদ্রিস আলী বলেন, রেমিটেন্সের দুটি ভুয়া ভাউচারের মাধ্যমে স্বাক্ষর জালিয়াতি করে কবির এবং মনির যথাক্রমে ১ লাখ ৫ হাজার এবং ৯৪ হাজার ৫০০ টাকা ব্যাংক থেকে করে উত্তোলন করে নিয়ে যায়। পরে তারা আরেকটি ভাউচার সাবমিট করার সময় আমাদের লোকজন বুঝতে পেরে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়। তবে ২ জন টাকা নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। বাকি ৩ জনকে আমরা আটক করতে পেরেছি। তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে আমাদের টিম রয়েছে। প্রাথমিক তদন্ত চলছে। তবে এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
- বিষয় :
- প্রতারণা
- প্রতারক চক্র