ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ফরিদপুরে যুবকের কাছে ছিল ১০ লাখ টাকার হেরোইন

ফরিদপুরে যুবকের কাছে ছিল ১০ লাখ টাকার হেরোইন

ছবি: পুলিশের সৌজন্যে

ফরিদপুর অফিস

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৪ | ১৯:৩৮

ফরিদপুরে ১০০ গ্রাম হেরোইনসহ সজীব শেখ (২১) নামে এক যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার সকাল ১১টার দিকে শহরের আলীপুর এলাকা থেকে আটক করা হয় তাকে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, তার কাছ থেকে জব্দ হেরোইনের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ওই যুবককে গ্রেপ্তার দেখায় কোতোয়ালি থানা পুলিশ।

গ্রেপ্তার সজীব শেখের বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সোহরাব মণ্ডলপাড়ায়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শামীম হোসেন এ বিষয়ে বলেন, গোপনে তথ্য পেয়ে তারা আলীপুরে অভিযানে যান। সেখান থেকে ১০০ গ্রাম হেরোইনসহ সজীবকে আটক করেন।

ওই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আতাউর রহমান বাদী হয়ে কোতোয়ালি থানায় নিয়মিত মামলা করেন। এতে পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়েছে জানিয়ে শামীম হোসেন আরও বলেন, তারা মাদক কারবারিদের বিরুদ্ধে এমন অভিযান জোরদার করবেন।

আরও পড়ুন

×