চাষিকে মারধরের প্রতিবাদ করে মার খেলেন স্বাস্থ্যকর্মী

ফাইল ছবি
মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৪ | ০৩:২৩ | আপডেট: ০৭ এপ্রিল ২০২৪ | ১২:৪১
যশোরের মনিরামপুরে এক চাষিকে মারধর করতে দেখে এগিয়ে গিয়ে প্রতিবাদ করেছিলেন ইউনিয়ন পরিবার কল্যাণ পরিদর্শক (এফপিআই) বিপ্লব হোসেন। এতে ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্তরা তাকেও পিটিয়েছে। শুক্রবার রাতে উপজেলার জয়পুর গ্রামে হামলার শিকার হন তারা। এ ঘটনায় শনিবার থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের জয়পুর গ্রামের সাদ্দাম হোসেন বেগুনচাষি। শুক্রবার বিকেলে সড়কের পাশে মোটরসাইকেল রেখে ক্ষেত পরিচর্যা করছিলেন। সন্ধ্যার পর দেলুয়াবাড়ি গ্রামের জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে কয়েকজন যুবক তার মোটরসাইকেলটি ফেলে দেয়। এ সময় প্রতিবাদ করলে তারা সাদ্দামকে বেধড়ক মারধর করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই সময় স্বাস্থ্যকর্মী বিপ্লব হোসেন তার দুই শিশু মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। তিনি সাদ্দামকে মারধরের দৃশ্য দেখে প্রতিবাদ করেন। এ সময় জাহাঙ্গীরের নেতৃত্বে জাহিদুল, মোস্তাক, মিকাইল, মোসলেমসহ ৭-৮ জন মিলে লোহার রড দিয়ে বিপ্লবকে এলোপাতাড়ি পিটিয়ে চলে যায়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সাদ্দাম হোসেন এ ঘটনায় জাহাঙ্গীরসহ কয়েকজনের নামে শনিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, তারা গুরুত্বের সঙ্গে ব্যাপারটি দেখছেন। দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের আটকের চেষ্টা চলছে।
- বিষয় :
- যশোর
- স্বাস্থ্যকর্মী
- মনিরামপুর