তাহিরপুরে চোরাই কয়লা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল একজনের

ছবি-সংগৃহীত
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৪ | ২২:২৯
তাহিরপুরে চোরাই কয়লা আনা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত একজনের মৃত্যু হয়েছে। গত রোববার রাতে গুরুতর আহত জজ মিয়া (৪০) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। তিনি উপজেলার লালঘাট গ্রামের কিতাব আলীর ছেলে।
প্রতিবেশী একটি দেশ থেকে কয়লা আনাকে কেন্দ্র করে রোববার বেলা ১১টার দিকে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নে চারাগাঁও বালুর চরে এ সংঘর্ষ হয়। এতে প্রায় ২০ জন আহত হয়।
স্থানীয়রা জানান, রোববার সকালে প্রতিবেশী একটি দেশে কয়লা আনতে গিয়ে স্থানীয় মুছা মিয়া ও বাচ্চু মিয়ার সঙ্গে রাজা মিয়ার ঝগড়া হয়। পরে চারাগাঁও বালুর চর এলাকায় জজ মিয়ার সঙ্গে এ নিয়ে কথাকাটাকাটি হয় বাচ্চুর। এক পর্যায়ে বাচ্চু, বাবুল মিয়া, খুরশেদ মিয়া, সুরাত মিয়াসহ ১০ জন জজকে গুরুতর আহত করে। খবর পেয়ে জজের লোকজন এগিয়ে গেলে বাচ্চুর পক্ষের সঙ্গে সংঘর্ষ হয়।
তারা আরও জানান, আহতদের উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর জজ মিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিকেলে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। তারা হলো– ময়মনসিংহের ত্রিশালের শরিফুল ইসলাম, তাহিরপুরের বাঁশতলা গ্রামের আব্দুল মজিদ ও একই গ্রামের ফখর উদ্দিন। বাকিদের ধরতে অভিযান চলছে। তবে এখনও কেউ অভিযোগ দেয়নি।