ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ঝগড়ার মধ্যে চাচাকে ছুরিকাঘাত যুবকের

প্রাণ গেল হাসপাতালে, আরেক চাচা আহত

ঝগড়ার মধ্যে চাচাকে ছুরিকাঘাত যুবকের

কাপড়ে ঢেকে রাখা সবুজ মিয়ার লাশ। মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার উত্তর গোবিন্দপুরে ছবি: সমকাল

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৪ | ২০:৫৬

কিশোরগঞ্জের হোসেনপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে এক যুবকের ছুরিকাঘাতে নিহত হয়েছেন তাঁর চাচা সবুজ মিয়া (৫০)। মঙ্গলবার বিকেলে উপজেলার উত্তর গোবিন্দপুর বাঘারিচর গ্রামে হামলার শিকার হন তিনি। গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘারিচর গ্রামের সবুজ মিয়ার সঙ্গে জমি নিয়ে চাচাতো ভাই সোলায়মানের বিরোধ দীর্ঘদিনের। মঙ্গলবার বিকেলে দুই পক্ষের মধ্যে এ নিয়ে আবারো ঝগড়া হয়। এর এক পর্যায়ে সোলেমানের ছেলে আবদুল হেকিম সবুজকে ছুরিকাঘাত করেন। তাঁকে বাঁচাতে এগিয়ে আসা ছোট ভাই হাক্কু মিয়াকেও (৪০) কোপানো হয়। 

দুই ভাইকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা সবুজ মিয়াকে মৃত ঘোষণা করেন। 

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন বলেন, এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ আটক হয়নি। সবুজ মিয়ার লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
 

আরও পড়ুন

×