বাড়ি ফেরার পথে চিরছুটিতে কলেজছাত্রী

প্রতীকী ছবি
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৪ | ২২:১২
ঈদের ছুটিতে চট্টগ্রাম থেকে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেছে কক্সবাজারের এক তরুণীর। মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের বাঁশখালীর চম্বল বাজারে দুর্ঘটনার শিকার হন ইমতেহান সুলতানা (২৩) নামের ওই কলেজছাত্রী। এ সময় আহত হয়েছেন তাঁর ছোট বোন আঁখি আক্তার (১৭)।
ইমতেহান সুলতানা চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের ছাত্রী ছিলেন। তিনি কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আজিম উদ্দিন সিকদারপাড়ার মৃত ফরিদ আলমের মেয়ে।
ইমতেহানের স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে অটোরিকশায় করে কুতুবদিয়ার বাড়ি ফিরছিলেন দুই বোন। সিএনজিচালিত অটোরিকশাটি বাঁশখালীর চম্বল বাজারে আরেকটি অটোরিকশাকে অতিক্রম করার সময় উল্টে যায়।
এ সময় আহত হন ইমতেহান ও আঁখি। দ্রুত তাঁদের উদ্ধার করে বাঁশখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান এলাকাবাসী। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইমতেহানকে মৃত ঘোষণা করেন। আঁখি আক্তারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করে সমকালকে বলেন, এ নিয়ে পরিবার কোনো অভিযোগ করেনি। ওই কলেজছাত্রীর মরদেহ তাদের কাছে বুঝিয়ে দিয়েছেন।
- বিষয় :
- সড়ক দুর্ঘটনা
- কলেজছাত্রী
- অটোরিকশা
- কক্সবাজার
- বাঁশখালী