ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে হয়ে দুলাভাই-শ্যালক নিহত

গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে হয়ে দুলাভাই-শ্যালক নিহত

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল- সমকাল

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৪ | ২০:৩৫

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী দুলাভাই ও শ্যালক নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ এপ্রিল) রাত ১১টার দিকে ওই মহাসড়কের গৌরনদী উপজেলার ইল্লা বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পার্শ্ববর্তী উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের নারায়ন পুর গ্রামের মো. উজ্জল সরদার এবং তার শ্যালক বরিশালের বাকেরগঞ্জ উপজেলা গুয়াখোলা গ্রামের মো. দ্বীন ইসলাম।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম রসুল মোল্লা সমকালকে বলেন, ঈদুল ফিতরের ছুটি কাটাতে দুলাভাই উজ্জ্বল তার শ্যালক দ্বীন ইসলামকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে মঙ্গলবার রাত ১১টার দিকে বরিশাল ঢাকা-মহাসড়কের গৌরনদী উপজেলার ইল্লা বটতলা স্থানে পৌঁছালে ঢাকাগামী চেয়ারম্যান পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদেরকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে মোটরসাইকেল আরোহী দুলাভাই ও শ্যালক দুজনই ঘটনাস্থলে নিহত হন। 

খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ পার্শ্ববর্তী ভূরঘাটা বাসস্ট্যান্ড এলাকা থেকে যাত্রীবাহী বাসটিকে জব্দ করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

আরও পড়ুন

×