ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

শিবালয়ে ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা

শিবালয়ে ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা

মানিকগঞ্জের শিবালয়ের অবন্বয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার লাঠিবাড়ি খেলা দেখান ক্রীড়াবিদরা। ছবি : সমকাল

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৪ | ২১:২৭

মানিকগঞ্জের শিবালয়ের অবন্বয়পুরে হাজার বছরের পুরানো ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। গ্রাম বাংলার এই প্রাচীন খেলা দেখার জন্য শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে ভিড় করেন হাজার হাজার মানুষ। লাঠি নিয়ে নানা কসরত দেখিয়ে তাদের মন জয় করেন ও আনন্দ দেন ক্রীড়াবিদরা। 

উপজেলার অবন্বয়পুর পপুলার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত লাঠিবাড়ি খেলায় কুষ্টিয়ার কুমার খালীর বাঁধ বাজার লাঠিয়াল বাহিনীর দু'টি দলের অন্তত ৫০ জন খেলোয়াড়। অবন্বয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুর রহিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস.এম জাহিদ।

আরও পড়ুন

×