ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ঈদে নানাবাড়ি এসে নদীতে মৃত্যু দুই ভাইয়ের

ঈদে নানাবাড়ি এসে নদীতে মৃত্যু দুই ভাইয়ের

প্রতীকী ছবি

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৪ | ১৯:০৮

জামালপুরের ইসলামপুরে যমুনার শাখা নদীতে ডুবে প্রাণ গেছে দুই ভাইয়ের। আজ শনিবার দুপুরে উপজেলার শাপধরি ইউনিয়নের দুর্গম চরশিশুয়া গ্রামে ঘটে এ ঘটনাটি।

মিনহাজ (৯) ও মিনাল (৭) নামের দুই শিশু আজাহার আলী-চায়না আক্তার দম্পতির সন্তান। আজাহারের বাড়ি উপজেলার জারুলতলা গ্রামে। 

স্থানীয় সূত্রের বরাতে পুলিশ জানায়, ঈদ উপলক্ষে স্বামী ও দুই ছেলে নিয়ে বাবার বাড়ি চরশিশুয়ার বাবার বাড়িতে যান চায়না আক্তার। তীব্র গরমের জন্য গ্রামের অন্য শিশুদের সঙ্গে মিনহাজ ও মিনাল শনিবার দুপুরে যমুনার শাখা নদীতে নতুন পানিতে গোসল করতে যায়। 

কিছুক্ষণ পরই অন্য শিশুরা ওই দু’জনের নিখোঁজ হওয়ার বিষয়টি টের পায়। তাদের কাছ থেকে জানতে পেরে গ্রামবাসী মিনহাজ ও মিনালের লাশ উদ্ধার করে। 

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
 

আরও পড়ুন

×