ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

গাছের ডাল কাটাকে কেন্দ্র করে চাচা ও চাচাতো ভাইয়ের মারধরে কিশোর নিহত

চাচা ও চাচাতো ভাইয়ের মারধরে কিশোর নিহত

ফাইল ছবি

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৪ | ১৫:৪০ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৪ | ১৫:৪৪

গোপালগঞ্জের কাশিয়ানীতে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে চাচা ও চাচাতো ভাইয়ের মারধরে নিরব শেখ (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোববার রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

এর আগে, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চাচা ও চাচাতো ভাইয়ের মারধরে নিরব গুরুতর আহত হয়। 

নিরব উপজেলার পোনা গ্রামের ফোরকান শেখের ছেলে।

কাশিয়ানী থানার ওসি মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল দুই ভাই ফোরকান শেখ ও আব্দুল শেখের মধ্যে। ঘটনার দিন গাছের ডাল কাটা নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চাচা আব্দুল শেখ ও তার ছেলে আলামিন শেখের নেতৃত্বে হামলা হলে নিরব শেখসহ ৪ জন আহত হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় নিরব মারা যায়।

আরও পড়ুন

×