ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকের ৩ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকের ৩ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

গ্রামীণ ব্যাংক

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৪ | ১৭:০৪ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৪ | ১৮:২২

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকের তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ২ লাখ ৬৯ হাজার ৬১২ টাকা আত্মসাতের অভিযোগ এনে মঙ্গলবার দুদক গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় মামলাটি করেন। ২০২২ সালে গোপালগঞ্জে চালু হওয়া দুদকের জেলা কার্যালয়ে এটিই প্রথম মামলা।

মামলার আসামিরা হলেন- গ্রামীণ ব্যাংক টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া শাখার ম্যানেজার সজল কুমার মজুমদার এবং কর্মকর্তা অসীম বৈদ্য ও শেখ নাজমুল ইসলাম।

বাদী বিজন কুমার রায় জানান, গ্রামীণ ব্যাংকের ওই তিন কর্মকর্তা ১৩ সদস্যকে ঋণ দেওয়ার কথা বলে কৌশলে সই নেন। পরে ঋণের টাকা তুলে সদস্যদের না দিয়ে আত্মসাৎ করেন। এ ছাড়া এক ঋণ গ্রাহকের কাছ থেকে আদায় করা অর্থ ব্যাংকে জমা দেওয়া হয়নি। এ দুটি খাত থেকে তারা ২ লাখ ৬৯ হাজার ৬১২ টাকা আত্মসাৎ করেন। ২০১৯ সালের ১১ নভেম্বর থেকে ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এ টাকা আত্মসাতের ঘটনা ঘটে। 

দুদকের এই কর্মকর্তা আরও জানান, গ্রাহকের অর্থ আত্মসাতের বিষয়ে টুঙ্গিপাড়া থানায় একটি জিডি করেছিল গ্রামীণ ব্যাংক। এটি তদন্ত করে ব্যবস্থা নিতে দুদক প্রধান কার্যালয় থেকে তাদের কাছে পাঠানো হয়। তদন্ত ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগের সত্যতা মেলায় মামলাটি করা হয়েছে। 

আরও পড়ুন

×