ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

চকরিয়ায় ২ জনকে কুপিয়ে ও গুলি করে হত্যার অভিযোগ

চকরিয়ায় ২ জনকে কুপিয়ে ও গুলি করে হত্যার অভিযোগ

ফাইল ছবি

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৪ | ১৪:২৬ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৪ | ১৪:৪৭

কক্সবাজারের চকরিয়ায় দুজনকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার সুরাজপুর মানিকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড উত্তরপাড়া নবীন ক্লাব এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- মোহাম্মদ সেলিম ও শফি চৌকিদার।

নিহত সেলিমের বাবা নুর মোহাম্মদ জানান, স্থানীয় ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাহেদুল ইসলাম ও মো. সেলিমের মধ্যে গত ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরে মঙ্গলবার রাতে মানিকপুর উত্তরপাড়া বাজার এলাকার নবীন ক্লাবের সামনে দাঁড়িয়ে থাকাবস্থায় জাহেদুল ইসলাম ও তার ভাগিনা বাবুর নেতৃত্বে একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। এ সময় কিরিচ দিয়ে সেলিম ও শফিউল আলমকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেলিমকে মৃত ঘোষণা করেন। আহত শফিউল আলমের অবস্থা গুরুতর হওয়ায় চমেক হাসপাতালে রেফার করা হয়। সেখানে তিনিও মারা যান।
 
প্রসঙ্গ গত ইউপি নির্বাচনে বর্তমান মেম্বার জাহেদুল ইসলামের সঙ্গে মো. সেলিম ও শফির বড় ভাই শামসুল আলম প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, মূলত শফি চৌকিদার ও জাহেদ মেম্বারের মধ্যে এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর আগেও দুই পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। তারই জেরে মঙ্গলবার রাতের হামলার ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

×