আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, দু’জনকে কুপিয়ে হত্যা

চকরিয়া থানা। ফাইল ছবি
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৪ | ১৯:৫১
কক্সবাজারের চকরিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে দু’জনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে সুরাজপুর মানিকপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন– মোহাম্মদ সেলিম (৪০) ও শফি চৌকিদার (৬৫)। সেলিম ওই ইউপির এক নম্বর ওয়ার্ডের উত্তর মানিকপুর গ্রামের নূর মোহাম্মদ ও শফি একই গ্রামের মৃত আব্দুল সালামের ছেলে।
সুরাজপুর মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক আজিম বলেন, প্রভাব বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় ইউপি সদস্য জাহেদের নেতৃত্বে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে তিনি জেনেছেন।
স্থানীয়রা জানান, নিহত সেলিম স্থানীয় যুবলীগ নেতা আবু বক্কর হত্যা মামলার আসামি। অন্যদিকে এই হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ইউপি সদস্য জাহেদও একই মামলার আসামি।
ইউপি সদস্য জাহেদের ফোন বন্ধ পাওয়া যাওয়ায় অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য জানা যায়নি। ঘটনার পর তিনি এলাকা ছেড়ে পালিয়েছেন।
চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, শফি চৌকিদার ও ইউপি সদস্য জাহেদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর আগেও দু’পক্ষের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতরা আত্মগোপনে থাকায় পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। নিহতদের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।