ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

তদন্তের আগেই সেই সেতুর ফাটল মেরামত

ত্রিমোহনী সেতু

তদন্তের আগেই সেই সেতুর ফাটল মেরামত

মেরামত করা সেতুর পিলার সমকাল

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৪ | ২৩:২৭

বেলকুচির ত্রিমোহনী সেতুর ফাটল নিয়ে সমকালসহ বিভিন্ন গণমাধ্যমে সচিত্র সংবাদ প্রকাশ  হলে এলজিইডির প্রধান প্রকৌশলীর দপ্তর থেকে তদন্ত কমিটি করা হয়। কিন্তু সেই কমিটি সরেজমিন সেতুর ফাটল পরিদর্শনে আসেনি। তারা না এলেও সেতুর পিলারের ফাটল তড়িঘড়ি মেরামত করেন বিদায়ী নির্বাহী প্রকৌশলী, বেলকুচির বর্তমান সহকারী প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠান বসুন্ধরা-জেভি। 

ভাঙ্গাবাড়ি ইউপি সদস্য নুরুল ইসলাম তুহিনসহ স্থানীয়রা জানান, চার বছর আগে থেকে জোকনালায় হুরাসাগর নদীর ওপর স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সোয়া ৯ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণের কাজ শুরু করে। শুরু থেকেই অনিয়মের আশ্রয় নেওয়ায় উদ্বোধনের আগেই পিলারে ফাটল দেখা দিয়েছে। স্থানীয়রা মাধ্যমকর্মীদের জানালে এ নিয়ে সংবাদ পরিবেশিত হয়। এলজিইডির প্রধান প্রকৌশলীর দপ্তরের সেতু ডিজাইন শাখার নির্বাহী প্রকৌশলী তাপস চৌধুরীর নেতৃত্বে এক মাস আগে তিন সদস্যের টিম গঠিত হয়। তদন্ত টিম সরেজমিন না থাকলেও নির্বাহী প্রকৌশলী ও বেলকুচির সহকারী প্রকৌশলী এবং ঠিকাদার মিলে রাতের আঁধারে রহস্যজনক তড়িঘড়ি ফাটল মেরামত করেছে, যা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। সেতুটি আদৌ টেকসই হবে কিনা, তা নিয়েও সন্ধিহান স্থানীয় লোকজন। 

এ বিষয়ে বেলকুচি উপজেলা প্রকৌশলী বোরহান উদ্দিন খান শুক্রবার বলেন, তদন্ত কমিটি এখনও আসেনি। আগামী রোববার আসার কথা। তবে তাদের পরামর্শেই প্রক্সি আঠা দিয়ে ফাটল মেরামত করা হয়েছে, যা বঙ্গবন্ধু সেতুর ফাটলেও ব্যবহার হয়েছে। 

সিরাজগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন, এক মাস আগে প্রধান প্রকৌশলীর দপ্তর থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। তারা এখনও আসেনি। তদন্ত কমিটির প্রতিবেদন দাখিলের আগেই তড়িঘড়ি ফাটল মেরামত কতটা যুক্তিসংগত, দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রকৌশলীই ভালো বলতে পারবেন।

এলজিইডির প্রধান প্রকৌশলীর দপ্তরের মনিটরিং ও মূল্যায়ন শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু সালেহ মো. হানিফ বলেন, তদন্ত কমিটি কেন সরেজমিন বেলকুচি যায়নি তা খতিয়ে দেখা হবে। 
এ বিষয়ে কথা বলতে প্রধান প্রকৌশলী আলী আখতার হোসেন ও বিদায়ী নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলামের মোবাইল ফোনে কল করা হয়। তারা ফোন রিসিভ করেননি। খুদে বার্তা পাঠিয়েও  তাদের সাড়া পাওয়া যায়নি। তবে বসুন্ধরা-জেভির দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার নুরুল ইসলাম সাগরের দাবি, এলজিইডির নির্দেশেই উচ্চতর টিম এসে আড়াই লাখ টাকা ব্যয়ে ফাটল মেরামত করেছে। তদন্ত টিম আগামীতে আসবে বলে জানান তিনি। 
 

আরও পড়ুন

×