ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সংঘর্ষে যুবলীগ কর্মীর মৃত্যু, আটক ৪

সংঘর্ষে যুবলীগ কর্মীর মৃত্যু, আটক ৪

ফাইল ছবি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৪ | ১৭:১৯

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর চরের জমি নিয়ে দ্বন্দ্বের জেরে দু’পক্ষের সংঘর্ষে যুবলীগ কর্মী নিহতের ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার ঈশ্বরদী থানার ওসি রফিকুল ইসলাম এ তথ্য জানান। তবে বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো পক্ষ মামলা করেনি।

এর আগে শুক্রবার বিকেলে উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি গ্রামে সংঘর্ষে খায়রুল ইসলাম (৪৫) নামে যুবলীগের এক কর্মী নিহত হন। এ ঘটনায় আহত হন আরও অন্তত ২০ জন।

আহতদের মধ্যে সাজু হুদী, জামাত ফকির, নাসির উদ্দিন, মিঠুন আলী, মোসলেম উদ্দিন, মানু প্রামাণিক, খোকন প্রামাণিক, নুর বেগম, জিল্লুর রহমান, ওলিউর রহমান, আব্দুল মজিদ, ইছাই প্রামাণিকসহ কয়েকজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নিহত খায়রুল চরগড়গড়ি গ্রামের নসিম উদ্দিন প্রামাণিকের ছেলে। তিনি স্থানীয় যুবলীগের কর্মী এবং বিগত ইউপি নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। সংঘর্ষে কব্জি বিচ্ছিন্ন হয়ে যাওয়া ইসাই ব্যাপারী একই গ্রামের শফি ব্যাপারীর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে সাহাপুর ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মিলন প্রামাণিক জানান, পদ্মা নদীর চরের জমি নিয়ে খায়রুল ইসলাম ও রিয়াজুল ব্যাপারীর পূর্ব বিরোধ ছিল। এ নিয়ে শুক্রবার বিকেলে আলহাজ মোড়ে দু’জনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

ঘটনার পর থেকে চরগড়গড়ি এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি শান্ত করতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

আরও পড়ুন

×