শ্রমিক লীগ নেতা হত্যা: সাবেক উপজেলা চেয়ারম্যান কারাগারে

ছবি: সংগ্রহীত
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৪ | ১৬:৫০
লালমনিরহাটে আলোচিত শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর আলম হত্যা মামলায় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান একে এম মমিনুল হক এবং সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর খানের জামিন নামঞ্জুর করে জেল-হাজতে পাঠিয়েছেন আদালত।
আজ সোমবার দুপুরে লালমনিরহাট জেলা দায়রা জজ মিজানুর রহমানের আদালত এ আদেশ দেন।
জানা যায়, গত বছরের ২৯ আগস্ট বিএনপির ডাকা হরতালে সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সদর উপজেলা লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম গুরুতর আহত হন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দিনই মারা যান তিনি। এ ঘটনার তিন দিন পর শ্রমিক নেতা আমিনুল হক বাদী হয়ে সদর থানায় ৮১ জনের নাম উল্লেখসহ ও অজ্ঞাতপরিচয়ে আরও ৩০০-৪০০ জনকে আসামি করে মামলা করেন।