ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ইবিতে শিক্ষার্থীকে র‌্যাগিং 

তদন্তে সত্যতা মিলল, জড়িতদের বিরুদ্ধে শাস্তির সুপারিশ

তদন্তে সত্যতা মিলল, জড়িতদের বিরুদ্ধে শাস্তির সুপারিশ

ফাইল ছবি

ইবি প্রতিনিধি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৪ | ২০:০৯

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হলের গণরুমে আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এক নবীন শিক্ষার্থীকে রাতভর র‌্যাগিংয়ের অভিযোগ ওঠে দুই ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল প্রশাসনের তদন্ত কমিটি ঘটনার সত্যতা পেয়েছে। শিক্ষার্থীকে বিবস্ত্র করে রাতভর নির্যাতন করায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির সুপারিশ করে প্রতিবেদন জমা দিয়েছে উভয় কমিটি। 

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক দেবাশীষ শর্মা বলেন, ঈদের আগে তদন্ত শেষ হয়। ভুক্তভোগী ও অভিযুক্তদের সাক্ষাৎকার গ্রহণ করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। জড়িতদের বিষয়ে প্রশাসনের কাছে শাস্তির সুপারিশ করা হয়েছে। 

অভিযুক্ত দুই ছাত্রলীগ কর্মী হলেন ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের মুদাচ্ছির খান কাফি ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মোহাম্মদ সাগর। এ ছাড়া ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের উজ্জ্বল হোসেনের জড়িত থাকার প্রমাণ মিলেছে। তাকে সতর্ক করার সুপারিশ করা হয়েছে।

অন্যদিকে হল প্রশাসনের গঠিত কমিটির তদন্তেও র্যা গিংয়ের সত্যতা মিলেছে বলে জানান কমিটির আহ্বায়ক আলতাফ হোসেন। অভিযুক্তদের শাস্তির জন্য সুপারিশ করা হয়েছে বলে তিনি জানান। লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক আকতার হোসেন বলেন, র্যা গিংয়ে তিনজনের জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হয়েছে। তাদের সর্বোচ্চ শাস্তির সুপারিশ করা হয়েছে।   

গত ৭ ফেব্রুয়ারি মধ্যরাতে লালন শাহ হলের ১৩৬ নম্বর কক্ষে (গণরুম) এ ঘটনা ঘটে। অভিযুক্তরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের অনুসারী। ওই নবীন শিক্ষার্থীকে উলঙ্গ করে টেবিলের ওপর দাঁড় করিয়ে রাখা হয়। তাছাড়া নাকে খত দেওয়ার পাশাপাশি রড দিতে পেটানো হয়।

আরও পড়ুন

×